উত্তরদিনাজপুর

রায়গঞ্জ পুরভোটের ২২ নং ওয়ার্ডে CPIM প্রার্থীর উপর তৃণমূল কংগ্রেসের হামলার অভিযোগ

আগামী ১৪ মে উত্তর দিনাজপুর জেলার ২৭ আসন বিশিষ্ট রায়গঞ্জ পুরসভার নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যেই সব রাজনৈতিক দলের পক্ষ থেকে নমিনেশন পত্র জমা দেওয়া হয়েছে। আর যত নির্বাচন এগিয়ে আসছে ততই সব রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে তার সাথে সাথে  রাজনৈতিক চাপানুত্তর বেড়েই চলেছে।  সি পি আই এম প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পুরসভা এলাকার ২২ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার রাতে । জানাজায় মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ একদল দুষ্কৃতী রায়গঞ্জ পুরসভা নির্বাচনের ২২ নম্বর ওয়ার্ডের সি পি আই এম প্রার্থী অশোক পালের বাড়িতে চড়াও হয়।  বাড়ির বাইরে থেকে অশোকবাবুকে ডাকে তারা।  অশোকবাবু বাইরে বের না হওয়ায় বাড়ির বাইরেই শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা। হুমকি দিতে থাকে প্রার্থীপদ তুলে নেওয়ার জন্য। প্রানে মেরে ফেলে এলাকার হুমকিও দেয় দুষ্কৃতীরা। 

সি পি আই এম রায়গঞ্জ জোনাল সম্পাদক উত্তম পাল জানান  সি পি আই এম দল থেকে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ  দায়ের করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্তে নেমেছে । যদি পুলিশ যথাযগ্য ব্যবস্থা না নেয় তাহলে সি পি আই এমের তরফ থেকে আন্দোলনে নামবে বলে জানান  । 

এদিকে জেলা তৃনমূল কংগ্রেসের সহ সভাপতি মানস ঘোষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করা হয়েছে। তাদের পিছনে সাধারন মানুষের কোন সমর্থন নাই বলে তারা এই রকম মিথ্যা কথা প্রচার করছে বলে জানান তিনি।